Solution
Correct Answer: Option D
প্যারিচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত। তিনি 'টেকচাঁদ ঠাকুর' ছদ্মনামে এই গ্রন্থটি রচনা করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থ সম্পর্কে বলেছিলেন, "আলালের ঘরের দুলাল বাঙ্গালা ভাষায় চিরস্থায়ী ও চিরস্মরণীয় হইবে।"
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
* প্যারিচাঁদ মিত্র বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে পরিচিত, যা 'আলালী ভাষা' নামে খ্যাত।
* বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
* হানা ক্যাথেরিন ম্যালিন্স রচিত 'ফুলমনি ও করুণার বিবরণ' (১৮৫২) বাংলা ভাষার প্রথম গদ্য আখ্যান, তবে এটি সার্থক উপন্যাস নয়।
• প্যারিচাঁদ মিত্র রচিত অন্যান্য গ্রন্থ:
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়,
- রামার রঞ্জিকা,
- কৃষি-পাঠ,
- ডেভিড হেয়ারের জীবনচরিত,
- আধ্যাত্মিকা,
- বামাতোষিণী ইত্যাদি।