ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ কত?

A দৈর্ঘ্য ২০ মি. & প্রস্থ ৩০মি.

B দৈর্ঘ্য ৩০মি. & প্রস্থ ২০মি.

C দৈর্ঘ্য ২৫ মি. & প্রস্থ ২০ মি.

D দৈর্ঘ্য ১৮মি. & প্রস্থ ২৫ মি.

Solution

Correct Answer: Option B

- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া।
- প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ পর্যায়ে খেলোয়াড় এবং ১ জন গোলক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় থাকে।
- ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার এবং ২০ মিটার আর জলাশয়ের জলের গভীরতা ২ মিটারের বেশি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions