বাচ্য কত প্রকার?

A

B

C

D

Solution

Correct Answer: Option B

বাচ্য (Voice): বাক্যের বিভিন্ন পদের (কর্তা, কর্ম ও ক্রিয়া) মধ্যে যে সম্পর্কের ভিত্তিতে ক্রিয়াটি গঠিত হয়, সেই স্বরূপ বা প্রকৃতিকে বাচ্য বলে। সহজ কথায়, বাক্যের প্রকাশভঙ্গি বা বলার ধরনই হলো বাচ্য।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- প্রচলিত বা সনাতন বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্যকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা:
১. কর্তৃবাচ্য (Active Voice)
২. কর্মবাচ্য (Passive Voice)
৩. ভাববাচ্য (Impersonal Voice)

উল্লেখ্য: কিছু ব্যাকরণবিদ 'কর্ম-কর্তৃবাচ্য' নামে আরেকটি প্রকারভেদের কথা উল্লেখ করলেও, প্রধানত বাচ্য তিন প্রকার হিসেবেই গণ্য হয়। এনসিটিবি (NCTB) এর পাঠ্যপুস্তক অনুযায়ী বাচ্যের প্রধান প্রকারভেদ ৩টি

উদাহরণ:
১. কর্তৃবাচ্য: আমি ভাত খাই। (কর্তা প্রধান)
২. কর্মবাচ্য: আমার দ্বারা ভাত খাওয়া হয়। (কর্ম প্রধান)
৩. ভাববাচ্য: আমার খাওয়া হলো না। (ক্রিয়া প্রধান)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions