জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর জন্মস্থান কোন জেলায়?
Solution
Correct Answer: Option C
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- কাজী নজরুল ইসলামকে 'বিদ্রোহী কবি' বলা হয়।
- তাঁর কবিতার মূল সুর ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।
- ১৯৭২ সালে তাঁকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং ১৯৭৬ সালে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
- তিনি বাংলাদেশের জাতীয় কবি।
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা (প্রথম কাব্যগ্রন্থ, ১৯২২),
- দোলন-চাঁপা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- চিত্তনামা,
- ছায়ানট,
- জিঞ্জির,
- চক্রবাক,
- সিন্ধু-হিন্দোল,
- প্রলয়-শিখা,
- ফনি-মনসা,
- সর্বহারা,
- ঝিঙে ফুল ইত্যাদি।