'করিম চিঠি লিখছে'-বাক্যটিতে 'করিম' কোন কারক?

A কর্তৃ

B কর্ম

C করণ

D অধিকরণ

Solution

Correct Answer: Option A

- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক (Nominative Case) বলে।
- সোজা কথায়, ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্তৃকারক।
- কারক নির্ণয়ের সহজ উপায় হলো ক্রিয়াপদকে প্রশ্ন করা।

উদাহরণ:
'করিম চিঠি লিখছে' — এই বাক্যে ক্রিয়া হলো 'লিখছে'
এখন প্রশ্ন করুন: কে লিখছে?
উত্তর: করিম লিখছে।
যেহেতু 'করিম' কাজটি সম্পন্ন করছে, তাই 'করিম' হলো কর্তৃকারক

ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- কর্ম কারক: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে। এই বাক্যে 'কি লিখছে?' প্রশ্ন করলে উত্তর আসে 'চিঠি'। তাই 'চিঠি' হলো কর্ম কারক, 'করিম' নয়।
- করণ কারক: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে করণ কারক বলে। যেমন- 'কলম দিয়ে লিখছে'। এখানে 'কলম' হতো করণ।
- অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন- 'ঘরে বসে লিখছে'। এখানে 'ঘর' হতো অধিকরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions