'কবিকঙ্কন' কোন কবির উপাধি?

A মুকুন্দরাম চক্রবর্তী

B কবিকঙ্কন

C হরিদত্ত

D মানিকদত্ত

Solution

Correct Answer: Option A

মধ্যযুগের প্রখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যে প্রবাদটির ব্যবহার আছে। মধ্যযুগেরবাংলা সাহিত্যে মানব রসের প্রথম ও একমাত্র স্রষ্টা সর্বাধিক জনপ্রিয় কবি মুকুন্দরাম জন্মগ্রহণ করেন- বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। তাঁর পিতা এবং মাতা- হৃদয় মিশ্র এবং দৈবকী। তাঁকে মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি দেন- মেদিনীপুর জেলার অড়রা গ্রামের জমিদার রঘুনাথ রায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions