Solution
Correct Answer: Option B
- বলাকা হলো বাংলাদেশের কৃষিতে গমের একটি উন্নত উচ্চ ফলনশীল জাত।
- বাংলাদেশে গমের আরও কিছু উল্লেখযোগ্য জাত হলো— দোয়েল, আকবর, কাঞ্চন, অগ্রণী, আনন্দ ও বরকত।
- অন্যদিকে, ধানের উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে— চান্দিনা, ব্রিশাইল, হরিধান ও সোনার বাংলা-১।
- টমেটো চাষের জন্য জনপ্রিয় জাতগুলো হলো— মানিক, রতন, ঝুমকা ও বাহার।
- পাট চাষে তোষা ও দেশি জাত ছাড়াও তামাকের ক্ষেত্রে সুমাত্রা ও ম্যানিলা জাত দুটি পরিচিত।