Which planet in our solar system has the maximum number of moons?
Solution
Correct Answer: Option D
- ২০২৩ সালের মে মাসে ৬২টি নতুন চাঁদ আবিষ্কারের পর সৌরজগতে শনি (Saturn) গ্রহের সবচেয়ে বেশি (বর্তমানে ১৪৬টি) চাঁদ রয়েছে।
- এর আগে ৯৫টি চাঁদ নিয়ে বৃহস্পতি (Jupiter) গ্রহটি সবার প্রথমে থাকলেও বর্তমানে এটি ২য় স্থানে রয়েছে।
- শনির নতুন চাঁদগুলো আবিষ্কার করেছে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেট গ্ল্যাডম্যানের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল।
- শনি গ্রহের নতুন আবিষ্কৃত চাঁদগুলো আকারে খুবই ছোট, মাত্র কয়েক কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত।
- সৌরজগতে নিজের অক্ষের ওপর সবচেয়ে দ্রুত আবর্তন করে বৃহস্পতি গ্রহ, যা মাত্র ৯ ঘণ্টা ৫৫ মিনিটে একবার ঘুরে আসে।