'Beel Dakatia' is in _____ district.
Solution
Correct Answer: Option D
- বিল ডাকাতিয়া হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও যশোর জেলার সীমান্তে অবস্থিত একটি বিশাল বিল।
- এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত।
- সত্তরের দশকের শেষভাগে এবং আশির দশকের শুরুতে এই বিলটি জলাবদ্ধতার কারণে দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
- ভৌগোলিকভাবে এই বিলটি ডুমুরিয়া ও ফুলতলা (খুলনা) এবং মনিরামপুর, অভয়নগরের (যশোর) অংশ বিশেষ নিয়ে গঠিত।