Solution
Correct Answer: Option B
- মানবদেহে তিন ধরণের রক্তকণিকা (লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা) তৈরির প্রধান স্থান হলো অস্থিমজ্জা বা Bone Marrow।
- অস্থিমজ্জা হলো হাড়ের ভেতরে থাকা নরম স্পঞ্জি টিস্যু, যেখানে হেমোপয়েটিক স্টেম সেল (Hematopoietic stem cells) থাকে।
- লোহিত রক্তকণিকা বা Red Blood Cells (RBC) অস্থিমজ্জার লাল মজ্জা (Red marrow) অংশে তৈরি হয়।
- লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো ফুসফুস থেকে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন করা এবং কার্বন ডাই-অক্সাইড ফিরিয়ে আনা।
- ভ্রূণাবস্থায় বা জন্মের আগে লোহিত রক্তকণিকা প্রধানত যকৃৎ (Liver) এবং প্লীহাতে (Spleen) তৈরি হয়, তবে জন্মের পর এই দায়িত্ব অস্থিমজ্জা গ্রহণ করে।
- কিডনি লোহিত রক্তকণিকা তৈরির জন্য এরিথ্রোপয়েটিন (Erythropoietin) নামক হরমোন নিঃসৃত করে, যা অস্থিমজ্জাকে উদ্দীপিত করে।