Red blood corpuscles are formed in:

A Heart

B Bone marrow

C Liver

D Kidney

E Spleen

Solution

Correct Answer: Option B

- মানবদেহে তিন ধরণের রক্তকণিকা (লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা) তৈরির প্রধান স্থান হলো অস্থিমজ্জা বা Bone Marrow
- অস্থিমজ্জা হলো হাড়ের ভেতরে থাকা নরম স্পঞ্জি টিস্যু, যেখানে হেমোপয়েটিক স্টেম সেল (Hematopoietic stem cells) থাকে।
- লোহিত রক্তকণিকা বা Red Blood Cells (RBC) অস্থিমজ্জার লাল মজ্জা (Red marrow) অংশে তৈরি হয়।
- লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো ফুসফুস থেকে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পরিবহন করা এবং কার্বন ডাই-অক্সাইড ফিরিয়ে আনা।
- ভ্রূণাবস্থায় বা জন্মের আগে লোহিত রক্তকণিকা প্রধানত যকৃৎ (Liver) এবং প্লীহাতে (Spleen) তৈরি হয়, তবে জন্মের পর এই দায়িত্ব অস্থিমজ্জা গ্রহণ করে।
- কিডনি লোহিত রক্তকণিকা তৈরির জন্য এরিথ্রোপয়েটিন (Erythropoietin) নামক হরমোন নিঃসৃত করে, যা অস্থিমজ্জাকে উদ্দীপিত করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions