তুমি, তোমরা সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বোঝায়?
Solution
Correct Answer: Option D
- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। যেমন- আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
- বক্তা, শ্রোতা ও অন্যপক্ষের ওপর ভিত্তি করে সর্বনাম পদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. বক্তাপক্ষ বা উত্তম পুরুষ (First Person)
২. শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ (Second Person)
৩. অন্যপক্ষ বা নাম পুরুষ (Third Person)
- বক্তা নিজের বা নিজেদের বুঝাতে যেসব সর্বনাম পদ ব্যবহার করে, সেগুলোকে বক্তাপক্ষ বলে।
- বক্তা তার সম্মুখের শ্রোতা বা শ্রোতাদের বুঝাতে যেসব সর্বনাম পদ ব্যবহার করে, সেগুলোকে শ্রোতাপক্ষ বলে।
- বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বুঝাতে যেসব সর্বনাম পদ ব্যবহৃত হয়, সেগুলোকে অন্যপক্ষ বলে।
• উদাহরণ:
- বক্তাপক্ষ: আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি।
- শ্রোতাপক্ষ: তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, তোমাকে, তোমাদের, আপনাকে, আপনাদের, তোকে ইত্যাদি।
- অন্যপক্ষ: সে, তারা, তিনি, তাঁর, এ, এরা, ও, ওরা ইত্যাদি।