All that glitters _____ not gold.
Solution
Correct Answer: Option C
- প্রদত্ত বাক্যটি একটি বহুল প্রচলিত প্রবাদ বা Proverb।
- এর অর্থ হলো সব চকচকে জিনিসই সোনা নয় বা বাহ্যিক সৌন্দর্য দেখে কারো আসল গুণ বিচার করা যায় না।
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী সাধারণত Proverb বা প্রবাদ বাক্যে Subject যদি Singular হয়, তবে Verb-ও Singular হয়।
- এই বাক্যে 'All' শব্দটি Uncountable Noun হিসেবে একটি সমষ্টিগত ধারণাকে প্রকাশ করছে, তাই এখানে Subject টি Singular।
- যেহেতু Subject টি Singular, তাই এর সাথে Singular Verb হিসেবে 'is' বসবে।