Choose the correct singular form of "criteria".
Solution
Correct Answer: Option B
- ইংরেজি শব্দ 'Criteria' একটি Plural Noun বা বহুবচন বিশেষ্য, যার অর্থ কোনো কিছুর বিচার বা সিদ্ধান্তের মানদণ্ডসমূহ।
- এর Singular form বা একবচন রূপটি হলো 'Criterion'।
- গ্রিক বা ল্যাটিন ভাষা থেকে আগত কিছু শব্দের শেষে 'on' থাকলে, Plural করার সময় 'on'-এর পরিবর্তে 'a' যুক্ত করতে হয়।
- এই নিয়ম মেনেই Criterion (একবচন) শব্দটি পরিবর্তিত হয়ে Criteria (বহুবচন) হয়েছে।
- একই নিয়মের আরেকটি উদাহরণ হলো 'Phenomenon' (একবচন), যার বহুবচন রূপ হলো 'Phenomena'।