Solution
Correct Answer: Option B
- গুগল ক্রোম, ফায়ারফক্স এবং সাফারি হলো ওয়েব ব্রাউজার যা ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যবহৃত হয়।
- অন্যদিকে টেলিগ্রাম হলো জনপ্রিয় একটি ক্লাউড-ভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ বা যোগাযোগ মাধ্যম।
- টেলিগ্রামের মাধ্যমে বার্তা আদান-প্রদান, অডিও ও ভিডিও কল এবং বড় ফাইল শেয়ার করা যায়।
- এটি ২০১৩ সালে পাভেল ডুরভ (Pavel Durov) এবং নিকোলাই ডুরভ (Nikolai Durov) কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে টেলিগ্রাম কোনো ওয়েব ব্রাউজারের উদাহরণ নয়।