বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?

A হাতিয়া

B সেন্ট মার্টিন

C কুতুবদিয়া

D নিঝুম দ্বীপ

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন
- এটি বাংলাদেশের সবচাইতে দক্ষিণে অবস্থিত এবং এর আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার।
- স্থানীয়ভাবে এই দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা বলা হয় কারণ এখানে প্রচুর নারিকেল গাছ জন্মে।
- ১৯০০ সালের দিকে ব্রিটিশ ভূ-জরীপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে সাধু মার্টিন-এর নাম অনুসারে সেন্টমার্টিন নাম দেন।
- এই দ্বীপটি সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র হিসেবেও পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions