SCD, TEF, UGH, ... WKL?

A XJI

B IJT

C VIJ

D FMN

Solution

Correct Answer: Option C

- SCD, TEF, UGH, VIJ, WKL ধারার প্রথম বর্ণগুলো লক্ষ্য করলে দেখা যায়, ইংরেজি বর্ণমালার S, T, U, V, W পর্যায়ক্রমে রয়েছে। অর্থাৎ U-এর পরেই V বসবে।

- এবার প্রতিটি পদের বাকি দুটি বর্ণ লক্ষ্য করলে দেখা যায়, CD, EF, GH, IJ, KL ক্রমটি ইংরেজি বর্ণমালার জোড় হিসেবে এগিয়েছে।

- অর্থাৎ, S-এর সাথে CD, T-এর সাথে EF, U-এর সাথে GH যুক্ত হয়েছে।

- এই নিয়ম অনুসারে, U-এর পরবর্তী বর্ণ V এবং GH-এর পরবর্তী দুটি বর্ণ IJ যুক্ত হয়ে সঠিক উত্তরটি হবে VIJ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions