Solution
Correct Answer: Option D
‘মুহূর্তের কবিতা’ বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি ফররুখ আহমদ রচিত একটি সনেট বা চতুর্দশপদী কবিতার সংকলন। এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁস বা জাগরণের কবি হিসেবে পরিচিত।
- ফররুখ আহমদ বাংলা কবিতায় ইসলামী ঐতিহ্য ও মানবতার জয়গান গেয়েছেন।
- তাঁকে ‘মুসলিম রেনেসাঁসের কবি’ বলা হয়।
- ১৯৬০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৭ সালে মরণোত্তর একুশে পদক ও ১৯৮০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
• ফররুখ আহমদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি (প্রথম কাব্যগ্রন্থ),
- সিরাজাম মুনিরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা (সনেট সংকলন),
- ধোলাই কাব্য (ব্যঙ্গ কবিতা),
- হাতেম তায়ী (কাহিনীকাব্য),
- পাখির বাসা (শিশুতোষ),
- হরফের ছড়া (শিশুতোষ) ইত্যাদি।