The Ukraine Defense Contact Group (UDCG) বা Ramstein গ্রুপের সদস্য দেশ কতটি?
Solution
Correct Answer: Option C
- Ukraine Defense Contact Group (UDCG), যা Ramstein গ্রুপ নামেও পরিচিত।
- এর সদস্য সংখ্যা ৫৭টি।
- এই গ্রুপে NATO-এর ৩২টি সদস্য রাষ্ট্র এবং আরও ২৫টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
- এটি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য গঠিত হয় এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে সামরিক সহায়তা সমন্বয় করে।