Solution
Correct Answer: Option A
- অরীয় প্রতিসাম্য (Radial Symmetry) বলতে এমন এক ধরনের শারীরিক গঠনকে বোঝায়, যেখানে প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যেকোনো তলে কাটলে সদৃশ দুই বা ততোধিক অংশে ভাগ করা যায়।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে Hydra (হাইড্রা)-এর দেহে এই ধরনের অরীয় প্রতিসাম্য দেখা যায়, কারণ এদের দেহ নলাকার এবং কর্ষিকাগুলো চক্রাকারে বিন্যস্ত থাকে।
- Teania (ফিতা কৃমি) হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম (Bilateral Symmetry) প্রাণী, যাদের দেহকে কেবল একটি তলে সমান দুই ভাগে ভাগ করা সম্ভব।
- Astropecten (তারামাছ বা স্টারফিশ) পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চ-অরীয় প্রতিসম (Pentaradial Symmetry) হলেও লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়।
- Labeo (রুই মাছ) একটি উন্নত মেরুদণ্ডী প্রাণী, তাই এর দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রদর্শন করে।