লিথাল জিনের কারণে কোন রোগ হয়?
A হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া
B থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা
C বর্ণান্ধতা ও রাতকানা
D রাতকানা ও হিমোফিলিয়া
Solution
Correct Answer: Option A
- লিথাল জিন (Lethal Gene) হলো এমন এক ধরনের জিন, যা নির্দিষ্ট জেনেটিক দশায় জীবের মৃত্যু ঘটাতে পারে।
- জীবদেহে এই জিনের উপস্থিতির কারণে ভ্রূণ অবস্থায় অথবা জন্মের পর জীবের মৃত্যু হয়।
- লিথাল জিনের প্রভাবে মানুষের থ্যালাসেমিয়া (Thalassemia), হিমোফিলিয়া (Hemophilia), সিকল সেল অ্যানিমিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে।
- হিমোফিলিয়া হলো এক্স-লিংকড প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ এবং থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ।
- এই জিন সাধারণত মিউটেশনের মাধ্যমে সৃষ্টি হয় এবং বংশগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হতে পারে।