'ছাপান্ন হাজার বর্গমাইল' উপন্যাসের রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
'ছাপান্ন হাজার বর্গমাইল' প্রখ্যাত বাংলাদেশী লেখক, ভাষাবিজ্ঞানী ও কবি হুমায়ুন আজাদ রচিত একটি বহুল পঠিত ও আলোচিত উপন্যাস। ১৯৯৪ সালে প্রকাশিত এই উপন্যাসে তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, সামরিক শাসন এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরেছেন। দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা এই উপন্যাসের মূল উপজীব্য। বাংলাদেশের প্রকৃত আয়তন (তৎকালীন বিশ্বাস অনুযায়ী) ৫৬ হাজার বর্গমাইলকে রূপক হিসেবে ব্যবহার করে তিনি পুরো স্বদেশকেই এই উপন্যাসে ধারণ করেছেন।
- ড. হুমায়ুন আজাদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং ভাষাবিজ্ঞানী ছিলেন।
- তাঁকে 'প্রথাবিরোধী লেখক' হিসেবে আখ্যায়িত করা হয়।
- তাঁর রচিত 'নারী' (১৯৯২) গ্রন্থটি বাংলা সাহিত্যের অন্যতম আলোচিত ও বিতর্কিত নারীবাদী গ্রন্থ।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) ও মরণোত্তর একুশে পদক (২০১২) লাভ করেন।
• হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
- ছাপান্ন হাজার বর্গমাইল (১৯৯৪),
- সব কিছু ভেঙে পড়ে (১৯৯৫),
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ (১৯৯৬),
- যাদুকরের মৃত্যু (১৯৯৬),
- শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার (১৯৯৭),
- রাজনীতিবিদগণ (১৯৯৮),
- নিজের সঙ্গে নিজের জীবনের মধু (২০০০),
- ফালি ফালি করে কাটা চাঁদ (২০০১),
- শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা (২০০২),
- ১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ (২০০৩)।