WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

A নিউইয়র্ক 

B কোপেনহেগেন 

C নাইরোবি 

D জেনেভা

Solution

Correct Answer: Option D

- জাতিসংঘের আবহাওয়া সংস্থা (World Meteorological Organization)
- গঠনঃ ১৯৫০ সালে
- সদরদপ্তর: জেনেভা
- সদস্যঃ ১৯৩টি
- এর মধ্যে  ১৮৭ টি সদস্য রাষ্ট্র এবং ৬ টি সদস্য অঞ্চল নিয়ে গঠিত।
- ৬ টি সদস্য অঞ্চল হল এমন অঞ্চল যা WMO তে যোগদান করেছে কিন্তু স্বাধীন দেশ নয়। এই অঞ্চলগুলির নিজস্ব সরকার নেই, তবে তাদের নিজস্ব আবহাওয়া সংস্থা রয়েছে।
- এই ৬টি অঞ্চল হলঃ
• অ্যান্টিগুয়া ও বার্বুডা
• আমেরিকার ভার্জিন দ্বীপপুঞ্জ
• কেম্যান দ্বীপপুঞ্জ
• ফারো দ্বীপপুঞ্জ
• ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
• গ্রিনল্যান্ড

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions