Mr. Anwar is expert ... physics.
Solution
Correct Answer: Option C
- ইংরেজি গ্রামার অনুযায়ী 'Expert' শব্দটির পরে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বোঝাতে 'in' ব্যবহৃত হয়।
- বিশেষ করে কোনো বিষয় (Subject), ক্ষেত্র বা বিশেষ জ্ঞান বোঝাতে 'Expert in' প্রিপোজিশনটি সবচেয়ে উপযুক্ত।
- যেমন- এই বাক্যে Physics (পদার্থবিজ্ঞান) একটি নির্দিষ্ট বিষয়, তাই এখানে in বসবে।
- অন্যদিকে, কোনো নির্দিষ্ট কাজ বা ক্রিয়াকর্মে দক্ষতা বোঝাতে মাঝে মাঝে 'Expert at' ব্যবহৃত হয় (যেমন: Expert at singing), কিন্তু একাডেমিক বিষয়ের ক্ষেত্রে 'in'-ই অধিক প্রচলিত।