Solution
Correct Answer: Option C
দ্বিতীয় ভার্সাই চুক্তির অফিসিয়াল নাম: Treaty of Peace between the Allied and Associated Powers and Germany
স্বাক্ষর: ২৮ জুন, ১৯১৯
স্বাক্ষরস্থল: প্যারিসের ভার্সাই প্যালেসের হল অব মিররে
স্বাক্ষরকারী: ২৮টি দেশ
চুক্তির অছি/ তত্ত্বাবধায়ক: ফরাসি পার্লামেন্ট
চুক্তির অংশ: ১৫টি
চুক্তির ধারা: ৪৪০টি
চুক্তির ফল: আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি [অনানুষ্ঠানিক সমাপ্তি: ১১ নভেম্বর, ১৯১৮]
চুক্তি কার্যকর: ১০ জানুয়ারি ১৯২০ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে
১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় আসেন এবং ১৯৩৫ সালে ভার্সাই চুক্তি বাতিল করেন।