দ্বিতীয় ভার্সাই চুক্তির অংশ কয়টি? 

A ১৩টি 

B ১৪টি 

C ১৫টি

D ১৬টি 

Solution

Correct Answer: Option C

দ্বিতীয় ভার্সাই চুক্তির অফিসিয়াল নাম: Treaty of Peace between the Allied and Associated Powers and Germany
স্বাক্ষর: ২৮ জুন, ১৯১৯
স্বাক্ষরস্থল: প্যারিসের ভার্সাই প্যালেসের হল অব মিররে
স্বাক্ষরকারী: ২৮টি দেশ
চুক্তির অছি/ তত্ত্বাবধায়ক: ফরাসি পার্লামেন্ট
চুক্তির অংশ: ১৫টি
চুক্তির ধারা: ৪৪০টি 
চুক্তির ফল: আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি [অনানুষ্ঠানিক সমাপ্তি: ১১ নভেম্বর, ১৯১৮]
চুক্তি কার্যকর: ১০ জানুয়ারি ১৯২০ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে
১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় আসেন এবং ১৯৩৫ সালে ভার্সাই চুক্তি বাতিল করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions