A Voice over Internet Protocol
B Voice over International Protocol
C Vulnerable Office for Protocol
D Voice of International Payment
Solution
Correct Answer: Option A
- VOIP এর পূর্ণরূপ হলো Voice over Internet Protocol।
- এটি এমন একটি আধুনিক প্রযুক্তি যা সাধারণ টেলিফোন লাইনের পরিবর্তে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কথা বলার সুবিধা দেয়।
- এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর বা এনালগ অডিও সিগনালকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে ইন্টারনেটের মাধ্যমে আদান-প্রদান করা হয়।
- ভিওআইপি ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে অন্য স্থানে খুব কম খরচে এমনকি বিন্যামূল্যে অডিও ও ভিডিও কল করা সম্ভব।
- বর্তমানে জনপ্রিয় ভিওআইপি সেবাদাতা মাধ্যম বা অ্যাপগুলোর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp), স্কাইপ (Skype), মেসেঞ্জার (Messenger), জুম (Zoom) ইত্যাদি।