Solution
Correct Answer: Option D
- তীব্র গণআন্দোলনের মুখে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লির রাজদরবারে সম্রাট পঞ্চম জর্জ সশরীরে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন।
- মূলত ১৯০৫ সালে ভাইসবয় লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠন করেছিলেন।
- বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ সালের ১৬ অক্টোবর।
- বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্তের ফলে ঢাকা পুনরায় তার রাজধানী ও প্রাদেশিক মর্যাদা হারায়।