'রাশি রাশি ভারা ভারা' বাক্যে 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
Solution
Correct Answer: Option B
- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
- যেমন: কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন।
- প্রদত্ত উদাহরণে 'রাশি রাশি' দ্বিরুক্তি দ্বারা বিশেষ্য পদের বিশেষণরূপ ধনের আধিক্য বোঝানো হয়েছে।