'মেঘ থেকে বৃষ্টি পড়ে।' এখানে মেঘ থেকে কোন কারকের উদাহরণ?

A করণ কারক

B কর্মকারক

C অপাদান কারক

D অধিকারণ কারক

Solution

Correct Answer: Option C

- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, উৎপন্ন ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়।
- যেমন: মেঘ থেকে বৃষ্টি পড়ে।
- প্রদত্ত উদাহরণে মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হওয়ার কথা বা মেঘ থেকে পানি বিচ্যুত হয়ে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে, যা অপাদান কারকের শর্তের সাথে সাযুজ্যপূর্ণ।
- সুতরাং, 'মেঘ' অপাদান কারক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions