অটোমোবাইল রেডিয়েটরে ভরা হয়- 

A অম্লীয় পানি 

B ক্ষারীয় পানি 

C নরম পানি 

D কঠিন পানি

Solution

Correct Answer: Option C

- রেডিয়েটরের কাজ পানি ঠাণ্ডা করা।
- রেডিয়েটর হতে ঠান্ডা পানি পাম্পের সাহায্যে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে ইঞ্জিনের বিভিন্ন অংশে পৌঁছে ইঞ্জিনকে ঠাণ্ডা করে এবং গরম অবস্থায় পুনরায় রেডিয়টরে ফিরে আসে।
- রেডিয়েটরে নরম পানি ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions