গ্যাস টারবাইনের আদর্শচক্রকে কি বলা হয়?
A রিহিট চক্র
B অটো চক্র
C ব্রেটন চক্র
D ডিজেল চক্র
Solution
Correct Answer: Option C
- গ্যাস টারবাইন একটি আবর্তনশীল ইঞ্জিন যা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি গ্রহণ করে।
- একটি আদর্শ গ্যাস- টারবাইন ইঞ্জিন Brayton চক্রে কাজ করে।
- গ্যাস টারবাইন ইঞ্জিনে টারবাইন ব্লেডকে ঘোরেবার জন্য উচ্চ-চাপ যুক্ত গ্যাস ব্যবহৃত হয়।