'ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ' নামক মুদ্রিত গ্রন্থটি রচিত হয় -

A ১৮৩৭ সালে

B ১৭৩৫ সালে

C ১৭৯০ সালে

D ১৯১৪ সালে

Solution

Correct Answer: Option B

- ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ গ্রন্থটি বাংলা গদ্যের প্রাচীন নিদর্শনের ধারাবাহিক প্রচেষ্টার অন্যতম উদাহরণ।
- এটি রচনা করেন ঢাকার ভূষণার জমিদারপুত্র এবং দেশীয় পাদ্রি দোম আন্তনিও।
- ১৭৩৫ সালে রচিত এই গ্রন্থটি রোমান অক্ষরে মুদ্রিত হয় ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবনে।

- গ্রন্থটির মূল উদ্দেশ্য ছিল খ্রিষ্টধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা।
- এতে একজন ব্রাহ্মণ ও একজন রোমান-ক্যাথলিকের মধ্যে ধর্মবিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে খ্রিষ্টধর্মের ধারণা উপস্থাপন করা হয়েছে।
- সাধুভাষার ছাঁদে লিখিত এই গ্রন্থে ফারসি শব্দের ব্যবহার পরিহার করার চেষ্টা করা হয়েছে।

- যদিও গ্রন্থের ভাষায় তৎসম শব্দের আধিক্য নেই, তবুও ভাষা সহজবোধ্য হয়নি।
- এটি বাংলা গদ্যের বিকাশের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions