Which of the following countries is not an UN member?

A Columbia

B Taiwan

C North Korea

D Eritrea

Solution

Correct Answer: Option B

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের দখককৃত দ্বীপ তাইওয়ানের নিয়ন্ত্রণে ফিরে পায় চিয়াং কাইশেক এর নেতৃত্বাধীন চীনা সরকার ।কিন্তু পঞ্চাশের দশকে মাও সেতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ও চিয়াং কাইশেক এর জাতীয়বাদী দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় ।এ যুদ্ধে চিয়াং কাইশেক এর সরকার চীনের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ হারিয়ে তাইওয়ানে পালিয়ে যায় । সেখানে তারা রিপাবলিক অব চায়না নামে সরকার গঠন করে নিজেদেরকে চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলে দাবি করে ।ফলে জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ চিয়াং কাইশেক এর সরকারকে চীনের সত্যিকার সরকার বলে স্বীকৃতি দেয় কিন্তু ২৫ অক্টোবর ১৯৭১ সালে জাতিসংঘ মাও সেতুং এর বেইজিং সরকারকে চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions