ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
A ১ জানুয়ারি, ১৯৯৯
B ১ জুলাই, ১৯৯৯
C ১ মার্চ, ২০০০
D ১ জানুয়ারি, ২০০২
Solution
Correct Answer: Option D
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে।
- এর জনক রবার্ট মুন্ডেল। চালু হয়ঃ ১ জানুয়ারি, ১৯৯৯ কিন্তু একক মুদ্রা হিসেবে চালু হয় ১ জানুয়ারি, ২০০২।
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
- বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত কিন্তু একক মুদ্রা হিসেবে ব্যবহার করে ১৯ টি দেশ।
- সর্বশেষ ১৯ তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে লিথুনিয়া।
- একক মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করা এই ১৯ টি দেশকে একত্রে ইউরোজোন বলা হয়।