কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
A রিচার্ড এম নিক্সন
B জন এফ কেনেডী
C লিন্ডন বেইনস জনসন
D হ্যারি এস ট্রুম্যান
Solution
Correct Answer: Option B
জন ফিট্জেরাল্ড কেনেডি বা জন এফ. কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি। তিনি JFK নামেও পরিচিত। তিনি ১৯৬১ সাল থেকে ১৯৬৩ সালে নিহত হওয়ার আগে পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে Motor Torpedo Boat PT-109 এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
- কিউবার মিসাইল সংকট (১৯৬২) - এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
- ১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইল স্থাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় যা “কিউবার মিসাইল সঙ্কট” (Cuban missile crisis) নামে পরিচিত।
- ২২শে নভেম্ব ১৯৬৩ সালে লী হার্ভি নামে ব্যক্তির গুলিতে নিহত হন।