কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?

A ১৯১৪

B ১৯২৩

C ১৯৩৯

D ১৯৪৫

Solution

Correct Answer: Option C

- দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II, Second World War, WWII, WW2) মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
- ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
- তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়; মিত্রশক্তি আর অক্ষশক্তি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানি, ইটালি এবং জাপান ছিল অক্ষশক্তির প্রধান সদস্য।
- এই দেশগুলো একে অপরের সাথে জোট বাঁধে এবং মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যার মধ্যে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions