Solution
Correct Answer: Option C
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II, Second World War, WWII, WW2) মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
- ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
- তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়; মিত্রশক্তি আর অক্ষশক্তি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, জার্মানি, ইটালি এবং জাপান ছিল অক্ষশক্তির প্রধান সদস্য।
- এই দেশগুলো একে অপরের সাথে জোট বাঁধে এবং মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যার মধ্যে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র।