পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?

A মিনামাটা কনভেনশন

B ধরিত্রী সম্মেলন

C স্টকহোম কনভেনশন

D কিয়োটো প্রোটোকল

Solution

Correct Answer: Option A

- মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury) হল পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি পারদের কারণে সৃষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- এই চুক্তির নাম জাপানের মিনামাটা শহরের নামে রাখা হয়েছে, যেখানে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে পারদ দূষণের কারণে ভয়াবহ স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছিল, যা "মিনামাটা রোগ" নামে পরিচিত।

- প্রতিষ্ঠা: ২০১৩ সালের ১০ অক্টোবর জাপানের কুমামোটো শহরে স্বাক্ষরিত হয় এবং ২০১৭ সালের ১৬ আগস্ট থেকে কার্যকর হয়।
- মিনামাটা কনভেনশনে বর্তমানে ১২৮টি দেশ সদস্য রয়েছে ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উদ্দেশ্য:
- পারদের উৎপাদন, ব্যবহার এবং নির্গমন নিয়ন্ত্রণ করা।
- পারদ দূষণের কারণে মানব স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমিয়ে আনা।
- পারদযুক্ত পণ্য ও প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমে বন্ধ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions