প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day)পালিত হয়ে থাকে?

A প্রথম রবিবার

B প্রথম সোমবার

C প্রথম মঙ্গলবার

D প্রথম বুধবার

Solution

Correct Answer: Option B

- বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত একটি দিন, যা মানব বসতি ও পরিবেশের উন্নতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয়।
- ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিন পালনের সিদ্ধান্ত করা হয় এবং ১৯৮৬ সাল থেকে এটি পালিত হয়ে আসছে।
- তাই সঠিক উত্তর হলো: A) প্রথম সোমবার ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions