How many positive integers less than 100 have a remainder of 2 when divided by 13?  

A    0

B    6

C    7

D    8

E  10 

Solution

Correct Answer: Option D

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, 100 এর চেয়ে ছোট কতটি Positive সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতিক্ষেত্রে 2 থাকবে ? 

আপনাকে ঐ ধরনের ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বের করতে হবে যাদেরকে 13 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ 

থাকবে 2. এক্ষেত্রে প্রথম সংখ্যাটি হবে 2 যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 2 কে 13 দিয়ে ভাগ করলে আপনি ভাগফল 

পাবেন 0 আর ভাগশেষ বা অবশিষ্ট পাবেন 2. 

 এভাবে হিসেব করলে 100 এর চেয়ে ছোট 8 টি Positive integers পাবে নিচের ছকের মতোঃ   

 (13 \( \times \) 0) + 2 = 2   (13 \( \times \) 1) + 2 = 15   (13 \( \times \) 2) + 2 = 28   (13 \( \times \) 3) + 2 = 41 
 (13 \( \times \) 4) + 2 = 54   (13 \( \times \) 5) + 2 = 67   (13 \( \times \) 6) + 2 = 80   (13 \( \times \) 7) + 2 = 93 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions