কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়?
Solution
Correct Answer: Option A
- কার্বন ,হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়।
- শর্করা বর্নহীন ,গন্ধহীন ,এবং মিষ্টি স্বাদযুক্ত ।
- শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে।
- জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়,সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারনের ফলে উৎপন্ন হয়।
নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই।