Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠা হয় কোন চুক্তির মাধ্যমে?
Solution
Correct Answer: Option A
কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণ নাম: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity
- অপর নাম: জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল
- লক্ষ্য: জৈব জ্বালানি সংরক্ষণ
- গৃহীত: ২৯ জানুয়ারি, ২০০০
- কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
- স্বাক্ষরিত হয়: মন্ট্রিল, কানাডা।
- ১৭৩টি দেশ অনুমোদন করেছে (২০২৪ পর্যন্ত)
- ইউরোপীয় ইউনিয়নসহ সকল প্রধান দেশ এর সদস্য
- বিশ্বের প্রথম আন্তর্জাতিক চুক্তি যা GMO/LMO নিয়ন্ত্রণ করে
- এ চুক্তির মাধ্যমে Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠা হয়
- বাংলাদেশ স্বাক্ষর করে: ২০০০
- বাংলাদেশ অনুমোদন করে: ২০০৪
- প্রটোকলটি ১৯৯৯ সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে স্বাক্ষরের কথা ছিল।