Solution
Correct Answer: Option A
- ফরমোজা (Formosa) হলো তাইওয়ানের (Taiwan) পূর্বতন নাম।
- ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ নাবিকরা এই দ্বীপে পৌঁছে এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে "ইলা ফরমোসা" (Ilha Formosa) নামে অভিহিত করে, যার অর্থ "সুন্দর দ্বীপ"।
- পরবর্তীতে এই নামটি প্রচলিত হয়, যদিও বর্তমানে দেশটি তাইওয়ান নামেই বিশ্বজুড়ে পরিচিত।