Solution
Correct Answer: Option C
- কানাডাকে (Canada) "ম্যাপল পাতার দেশ" (Land of the Maple Leaf) বলা হয়।
- ম্যাপল পাতা কানাডার একটি জাতীয় প্রতীক এবং এটি দেশের পরিচয় ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- কানাডার জাতীয় পতাকায় একটি লাল ম্যাপল পাতার ছবি রয়েছে।
- এই পাতাটি শান্তি, সহনশীলতা এবং ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ম্যাপল গাছ থেকে উৎপাদিত ম্যাপল সিরাপও কানাডার অন্যতম বিখ্যাত পণ্য।