Solution
Correct Answer: Option A
ঊনবিংশ শতকে এবং বিংশ শতকের শুরুর দিকে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হত। তখন শিল্প বিপ্লবে অংশ নিতে না পারা বিশাল অটোমান এম্পায়ার অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ইউরোপের অন্যান্য রাষ্ট্র থেকে পিছিয়ে পড়ে । তাদের ভাগ্যে পরাজয়ের পর পরাজয় জুটতে থাকে । তখন অন্যান্য ইউরোপীয়রা অটোমান এম্পায়ারকে উপহাস করে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলত। তবে বর্তমানে ব্রিটেনকেও ইউরোপের নয়া রুগ্ন মানুষ বা sick man of Europe বলা হচ্ছে।