বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চল- 'অরিনোকো বেল্ট' (Orinoco Belt) কোন দেশে অবস্থিত?
Solution
Correct Answer: Option C
- অরিনোকো বেল্ট (Orinoco Belt) বিশ্বের বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চলগুলোর একটি এবং এটি ভেনেজুয়েলায় অবস্থিত।
- এটি ভেনেজুয়েলার পূর্বাঞ্চলে অরিনোকো নদীর দক্ষিণে বিস্তৃত একটি অঞ্চল, যেখানে প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে।
- এই অঞ্চলটি মূলত ভারী এবং অতিরিক্ত ভারী ক্রুড তেলের জন্য পরিচিত, যা বিশ্বব্যাপী ভারী তেলের অন্যতম বৃহৎ উৎস।