কোন শহর চির বসন্তের শহর নামে পরিচিত?

A জুরিখ

B রোম

C ব্রাসেলস

D মাদ্রিদ

Solution

Correct Answer: Option D

মাদ্রিদ শহরকে "চির বসন্তের শহর" বলা হয় কারণ:

- এর মৃদু জলবায়ু - শহরটিতে বছরের বেশিরভাগ সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে

- সারা বছর ধরে প্রচুর রোদ্রোজ্জ্বল দিন থাকে

- শহরের বিভিন্ন পার্ক ও উদ্যানে সবুজ গাছপালা সারা বছর ধরে থাকে

- বসন্তকালীন আবহাওয়া অনেকটা দীর্ঘস্থায়ী হয়

- স্পেনের রাজধানী হিসেবে এর সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবন্ত পরিবেশ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions