'সজনীকান্ত দাস' সম্পর্কিত পত্রিকার নাম কী?

A শনিবারের চিঠি

B রবিবারের ডাক

C বিজলী

D বঙ্গদর্শন

Solution

Correct Answer: Option A

- বিশ শতকের প্রারম্ভে বাংলা সাহিত্যে কল্লোল গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৬ জুলাই, ১৯২৪ সালে যোগানন্দ দাস সম্পাদিত হাস্যরসাত্মক ও তীর্যক মন্তব্যধর্মী সাহিত্য পত্রিকা 'শনিবারের চিঠি' প্রকাশিত হয়।
- ১৯২৭ সালে সজনীকান্ত দাস এ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
- হাস্য- কৌতুক ও তীর্যক মন্তব্যের মাধ্যমে এ পত্রিকা সমকালীন কবি ও সাহিত্যিকদের লেখা নিয়ে প্যারোডি বা কার্টুন প্রকাশের মাধ্যমে রসিকতা করতো।
- কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতারও প্যারোডি প্রকাশ করেছে এ পত্রিকা।

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা 'বঙ্গদর্শন' (১৮৭২);

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions