জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?
Solution
Correct Answer: Option B
» জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
» জাতিসংঘের বর্তমান সদস্য - ১৯৩ টি।
» জাতিসংঘের নামকরণ করা হয় - ১ জানুয়ারি, ১৯৪২ (মার্কিন ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক)।
» জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা - সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
» জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
» জাতিসংঘের সনদ স্বাক্ষর হয় - ২৬ জুন, ১৯৪৫ (কার্যকর হয় ২৪ অক্টোবর, ১৯৪৫)।
» জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ- ৪টি (সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য)।
» জাতিসংঘ সনদর মূল স্বাক্ষরকারী দেশ - ৫১টি (যদিও পোল্যান্ড পরে স্বাক্ষর করে)।
» জাতিসংঘের মূল সনদের রচয়িতা - Archibald Macliesh.
» জাতিসংঘের মূল ভবনের স্থপতি - ওয়ালেস কে. হ্যারিসন (যুক্তরাষ্ট্র)।
» জাতিসংঘ সদর দপ্তরের জমিদাতা জন ডি. রকফেলার।
» জতিসংঘের অফিসিয়াল বা কার্যকরী ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসী)।
» জাতিসংঘের মোট ভাষা- ৬টি (যথা-ইংরেজি, ফরাসী, রুশ, চীনা, আরবী ও স্প্যানিশ)।
» জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
» জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)
» জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলী (নরওয়ে)।
» জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় - ১৯৪৫ সালের ২৬ জুন।
» জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
» সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন- বেলজিয়ামের পল হ্যানরিস্পাক।
» সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য দেশের সংখ্যা- ৫০টি।
» জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান- দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন) : ১৯৬১ সালে।
» জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব - উ থান্ট (মায়ানমার)।
» জাতিসংঘের মহাসচিবদের মধ্যে নোবেল পুরস্কার পায়- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে) ও কফি আনান (২০০১ সালে)
» জাতিসংঘের Veto Power সম্পন্ন দেশ - এশীয় দেশ ১টি (চীন), ইউরোপের দেশ ৩টি (যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া) এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
» ফ্লাসিং মিডোস - নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থল।
» জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ- ফিলিস্তিন ও ভ্যাটিকান