জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে ইংরেজি কয়টি সদস্য দেশের সরকারি ভাষা?

A ২১টি

B ২৪টি

C ২৯টি

D ৫৪টি

Solution

Correct Answer: Option D

- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয় ভাষা।
- জাতিসংঘের সচিবালয়ে যে দুটি ভাষা ব্যবহৃত হয় তা হলো ইংরেজি ও ফরাসি।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে ইংরেজি ৫৪টি সদস্য দেশের সরকারি ভাষা।
- ফরাসি হলো ২৯টি দেশের, আরবি ২৪টি দেশের, স্পেনীয় ২১টি দেশের, রুশ ১০টি দেশের এবং চীনা ভাষা চারটি দেশের সরকারি ভাষা।
- এ ছাড়া জাতিসংঘে কিছু প্রস্তাবিত দাপ্তরিক ভাষা হলো: বাংলা, হিন্দি, জার্মান, পর্তুগিজ, মালয়, তুর্কি, জাপানি, সোয়াহিলি ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions