সিন্ধু সভ্যতা আবিষ্কারে ভূমিকা নেই-

A রাখালদাস বন্দ্যোপাধ্যায়

B স্যার জন মার্শাল

C দয়রাম সাহা

D দয়া রাম সাহনী

Solution

Correct Answer: Option C

সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে। ১৯২২ সালে এ সভ্যতা আবিষ্কৃত হয়। এই সভ্যতার আবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল ও দয়া রাম সাহনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions