ফকল্যান্ড যুদ্ধে পরাজিত শক্তি কোনটি?
A ব্রিটেন
B আর্জেন্টিনা
C কুয়েট
D ভিয়েতনাম
Solution
Correct Answer: Option B
ফকল্যান্ড যুদ্ধের সময়কাল এপ্রিল-জুন, ১৯৮২। এ যুদ্ধ সংঘটিত হয় ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বিজয়ী দল ব্রিটেন।